রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে: আসলাম চৌধুরী

অনলাইন ডেস্ক

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে, যা বিএনপি রাজনীতির মূলমন্ত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে বাংলাদেশ প্রেমের আদর্শকে ধারণ করে রাজনীতি প্রবর্তণ করেছেন। দেশের অভ্যন্তরীণ সম্পদকে ব্যবহার করে মানব কল্যাণে সমৃদ্ধ স্বদেশ গঠনে সাহসী বাংলাদেশই ছিলো জিয়াউর রহমানের মূল লক্ষ্য। এখনও বিএনপি সে পথেই হাঁটছে।

- Advertisement -

শনিবার (১১ জানুয়ারী) সকালে চট্টগ্রাম নগরীর বিশ্ব কলোনী পি ব্লক স্কুল মাঠে জেএএম ফাউন্ডেশনের উদ্যোগে আকবরশাহ থানার বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

- Advertisement -google news follower

আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিমের সভাপতিত্বে ও বিএনপি নেতা রায়হান উদ্দিন প্রধান ও যুবদল নেতা ইলিয়াছ খানের যৌথ সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যূগ্ম আহ্বায়ক মঞ্জুরু ল আলম, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যূগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, জহুরু আলম জহুর, মোহাম্মদ মোরসালিন।

আসলাম চৌধুরী আরও বেলন, এখন ফ্যাসিস্ট সরকার নেই। সবার সম্মিলিত ও ইতিবাচক চিন্তা ভাবনার মাধ্যমে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। রাজনীতির দূর্বৃত্তায়ন করে পতিত সরকার যে চক্র গড়ে তুলেছিলেন, সেটা ভেঙে ন্যায়পরায়ন রাষ্ট্র গঠন কাজ কঠিন হলেও অসম্ভব নয়। এরজন্য প্রয়োজন সকলের সদিচ্ছা ও আন্তরিকতা। দলের নাম ভাঙিয়ে এমন কিছু করা যাবে না, যাতে করে মানুষ আগের সরকারের সাথে তুলনা করতে পারে।

- Advertisement -islamibank

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা নুর চৌধুরী, জমির আহমেদ, হাবিবুর রহমান হাবিব, শহিদুল্লাহ বাহার, শাহরিয়ার জিয়া, সখিনা বেগম, আব্দুর রহিম স্বজল, ফজলু মাস্টার, নুর বক্স মিলন, আব্দুর রব বিজয়, মীর জাহাঙ্গীর, কপিল উদ্দিন নজরুল, মহিউদ্দিন, আব্দুল হাকিম, সেলিম, সোহেল, তাজউদ্দিন, লিটন, নান্নু, রাসেল, রনি, সাদ্দাম, শামীম, সুমন বড়ুয়া, নাজিম, রিপন, শাহাদাত, হিমেল প্রমূখ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM