প্রধান উপদেষ্টার সঙ্গে চবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার।

- Advertisement -

গতকাল শনিবার এ সাক্ষাতে চবি উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার সাথে আমাদের একেবারে খোলা মনে আলোচনা হয়েছে।

- Advertisement -google news follower

আমরা দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত তিন মাসের বিভিন্ন কার্যক্রম স্যারেকে আমরা অবহিত করেছি। স্যার খুবই সন্তোষ প্রকাশ করেছেন।

ভবিষ্যতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করা ও উচ্চশিক্ষায় অন্যান্য অবদান রাখার জন্য তিনি আমাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন।

- Advertisement -islamibank

এর জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুখ্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম. সিরাজ উদ্দিন মিয়ার প্রতি।

এসময় আরও উপস্থিত ছিলেন, চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. তোফায়েল আহমেদ, চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM