চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা বিসিবির

খেলাধুলা ডেস্ক :

তামিম ইকবাল আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না।

- Advertisement -

অন্যদিকে, সাকিব আল হাসানের জন্য অপেক্ষা করলেও বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তার পরিবর্তে অন্য খেলোয়াড়কে ভাবতে হলো।

- Advertisement -google news follower

সব মিলিয়ে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম এবং সাকিবের অনুপস্থিতি নিশ্চিত ছিল।

এর সঙ্গে লিটন দাসের বাদ পড়ার গুঞ্জনও সত্যি হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিম, সাকিব এবং লিটনকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা করেছে।

- Advertisement -islamibank

আজ রোববার (১২ জানুয়ারি) নির্ধারিত সময় অনুযায়ী বিসিবি মিরপুরে বেলা সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে আসন্ন টুর্নামেন্টের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে।

৮ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি এবং চলবে ৯ মার্চ পর্যন্ত। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।

এই মেগা ইভেন্টে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, এবং নাহিদ রানা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM