জাতীয় নাগরিক কমিটির পাঁচটি নতুন সেল গঠন

জাতীয় ডেস্ক :

জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন পাঁচটি সেল গঠন করা হয়েছে।

- Advertisement -

রোববার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেন এ তথ্য জানান।

- Advertisement -google news follower

নবগঠিত সেলগুলো হলো—শহীদ পরিবার ও আহত কল্যাণ সেল, দপ্তর সেল, প্রচার ও প্রকাশনা সেল, আইসিটি সেল এবং তথ্য ও জনসংযোগ সেল। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর করতে এই সেলগুলো গঠন করা হয়েছে।

শহীদ পরিবার ও আহত কল্যাণ সেল:
সেল সম্পাদক ডা. মাহমুদা আলম মিতু। সদস্য হিসেবে আছেন তামিম আহমেদ, শেখ তাসনিম আফরোজ ইমি, মো. রাকিব হোসেন এবং কাজী আশরাফুর রহমান।

- Advertisement -islamibank

দপ্তর সেল:
সেল সম্পাদক মনিরা শারমিন। সদস্য হিসেবে হাসান আলী খান ও আবু সাঈদ স্থান পেয়েছেন।

প্রচার ও প্রকাশনা সেল:
সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফুর রহমান। সদস্য হিসেবে থাকছেন খান মুহাম্মদ মুরসালিন, মীর আরশাদুল হক এবং আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ।

আইসিটি সেল:
সেল সম্পাদক করা হয়েছে মো. ফারহাদ আলম ভূঁইয়াকে। সদস্য হিসেবে স্থান পেয়েছেন মো. আজহার উদ্দিন অনিক, সাবহানাজ রশীদ দিয়া, রাফিদ ভূঁইয়া এবং তারিক আদনান মুন।

তথ্য ও জনসংযোগ সেল:
সেল সম্পাদক মামুনুর রশীদ। সদস্য হিসেবে রয়েছেন মশিউর রহমান ও তামিম আহমেদ।

জাতীয় নাগরিক কমিটি আশা করছে, এসব সেলের কার্যক্রমের মাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM