মিরসরাইয়ে ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১নং করেরহাট থেকে ৭৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

- Advertisement -

গত শনিবার দিবাগত রাতে গোপন সোর্সের খবরে এসব ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় ফেনসিডিল বহনকারী দুটি সিএনজি চালিত অটোরিকশা।

- Advertisement -google news follower

আটক মাদক কারবারির নাম মোহাম্মদ হানিফ প্রকাশ সোহাগ (৩৫)। সে ফেনী ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের মন্দিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ বাহারের ছেলে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় দুটি সিএনজি অটোরিকশাযোগে ফেনসিডিলের চালান আসছে এমন খবরে ওই এলাকার পিএনজি গার্মেন্টসের সামনে অবস্থান নেন পুলিশের টিম।

- Advertisement -islamibank

এসময় দুটি সিএনজির গতিবিধি সন্দেহ হলে তাদের থামানোর সংকেত দেয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি সিএনজির চালক পালানোর চেষ্টা করে। একজন গ্রেফতার হলেও অন্যজন দৌড়ে পালিয়ে যায়।

পরে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার এবং গাড়ি দুটি জব্দ করা হয়। আটক সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে জানায় ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM