মাস্টারদা সূর্য সেনকে মুছে ফেলা যাবে না: বাসদ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯১তম ফাঁসি দিবসে পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, চট্টগ্রাম জেলা শাখা।

- Advertisement -

রবিবার (১২ জানুয়ারি) সকালে নগরীর আন্দরকিল্লাস্থ জেএমসেন হল প্রাঙ্গণে সূর্য সেনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয় এবং অন্যান্য নেতৃবৃন্দ।

- Advertisement -google news follower

এসময় উপস্থিত ছিলেন বাসদের সদস্য আকরাম হোসেন, আহমদ জসীম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য সুপ্রীতি বড়ুয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন ও উম্মে হাবিবা শ্রাবণীসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ ছিল এ অঞ্চলের জনগণের সংগ্রামের এক অনন্য অধ্যায়।

- Advertisement -islamibank

ব্রিটিশ সাম্রাজ্যবাদের শোষণ ও উপনিবেশিক পরাধীনতার শৃঙ্খল ভেঙে গণতান্ত্রিক, শোষণমুক্ত ও বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখিয়েছিলেন মাস্টারদা ও তাঁর সহযোদ্ধারা।”

তারা আরও বলেন, “আজ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হলেও শোষণমূলক ব্যবস্থার পরিবর্তন হয়নি। দ্রব্যমূল্য বৃদ্ধি, সিন্ডিকেটের দৌরাত্ম্য, শেয়ারবাজারে কারসাজি, আইনশৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন, মন্দির-মাজারে হামলাসহ জনগণের জীবন ও জীবিকার সংকট গভীর হচ্ছে।

একইসঙ্গে দেশের সংবিধান, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধকে বিকৃত করার চেষ্টা চলছে। এর মাধ্যমে স্বাধীনতাবিরোধী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে।”

বক্তারা বলেন, “এই পরিস্থিতিতে বৃটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের সামনে তুলে ধরতে হবে।

পতিত স্বৈরাচার, যুদ্ধপরাধী রাজাকার এবং গণবিরোধী শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে হবে।”

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM