ভারত থেকে তৃতীয় দফায় ১০৫ টন আতপ চাল আমদানি

অর্থনীতি ডেস্ক :

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দুই দফায় ভারত থেকে আতপ চাল আমদানির পর নতুন করে আরও ১০৫ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে।

- Advertisement -

গতকাল রোববার (১২ জানুয়ারি) দুপুরে চাল বহনকারী চারটি ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে।

- Advertisement -google news follower

ভারত থেকে আতপ চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

তিনি বলেন, আজ দুপুরে বন্দর দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে আতপ চাল আসে। এসব চাল আমদানি করেছেন চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম।

- Advertisement -islamibank

পঞ্চগড়ের পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান ও রেজাউল করিম রেজা বলেন, চালের গাড়ি বন্দরে প্রবেশের পর গাড়ির স্বল্পতা দেখা দেয়।

এ কারণে আমদানি করা ১০৫ মেট্রিক টন আতপ চালের মধ্যে প্রথম দিন ৬০ মেট্রিক টন চাল বন্দর এলাকা থেকে আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) বাকি ৪৫ মেট্রিক টন চাল আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হবে।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর ও ৮ ডিসেম্বর দুই দফায় এ বন্দর দিয়ে ভারত থেকে পৃথকভাবে ২০০ মেট্রিক টন আতপ চাল আমদানি করে আমদানিকারক আল আমিন এন্টারপ্রাইজ ও সালমা ট্রেডিং।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM