লস অ্যাঞ্জেলেসে গত ছয় দিন ধরে চলা দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে।
আগুনের দিক পরিবর্তন হওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, এবং ঝোড়ো বাতাসের পূর্বাভাসে শঙ্কা সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত দাবানলে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পাঁচদিনের তীব্র আগুনের পরেও দাবানল ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে ছড়িয়ে পড়েছে।
প্যালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চারের এলাকায় আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। বিশেষত, প্যালিসেইডসে দাবানল আরও এক হাজার একর এলাকা দখল করেছে।
সোমবার (১৩ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে কাউন্টি মেডিকেল এক্সামিনার স্থানীয় সময় রোববার দাবনলের আগুনে ২৪ জন মারা যাওয়ার তালিকা দিয়েছে। এছাড়া ১৬ জনের নিখোঁজের কথা জানিয়েছে।
এছাড়া, একত্রে দুটি বড় দাবানল—প্যালিসেইডস এবং এটন—৪৫ হাজার একর এলাকা পুড়িয়ে ফেলেছে, যা নিউইয়র্কের ম্যানহাটান এলাকার আড়াই গুণ বড়।
ছয় দিনের দাবানলে ৪০ হাজার একরেরও বেশি জমি পুড়ে গেছে এবং ১২ হাজারের বেশি বাড়িঘর ভস্মীভূত হয়েছে। প্রায় এক লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে উদ্বাস্তু হয়ে পড়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টিতে মঙ্গলবার পর্যন্ত বাতাসের গতি ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত বাড়তে পারে, যা আগুনের পরিস্থিতি আরও জটিল করবে।
এছাড়া, দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের বাতাসে মারাত্মক দূষণ দেখা দিয়েছে।
জেএন/পিআর