মানবপাচার চক্রের ৫ সদস্য কারাগারে

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানের রোহিঙ্গা মানবপাচার চক্রের ৫ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

- Advertisement -

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তৌফিকুল ইসলাম এই নির্দেশ দেন।

- Advertisement -google news follower

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেনÑ বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা আরিফুল ইসলাম, জালাল উদ্দিন, নজরুল ইসলাম, আবু হুজাইফা ও মোরশেদ আলম।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার ভোরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশু ও প্রাপ্তবয়স্কসহ ৫৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

- Advertisement -islamibank

এসময় মোটা অঙ্কের টাকার বিনিময়ে অনুপ্রবেশে সহায়তাকারী ৫ বাংলাদেশি মানব পাচারকারী দালালকেও আটক করা হয়।

পরে অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক করা ও মানব পাচারের অভিযোগে আটক ৫ বাংলাদেশির বিরুদ্ধে আলীকদম থানায় মামলা দায়ের করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে গতকাল আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক রেজাউল করিম মজুমদার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে মানব পাচারে অভিযুক্ত ৫ বাংলাদেশিকে কারাগারে পাঠানো হয়েছে।

একই সঙ্গে আদালত মিয়ানমারের ৫ রোহিঙ্গা নাগরিককে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে নির্দেশ দিয়েছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM