ষোলশহরে যুবদল-ছাত্রদল সংঘর্ষ: আহত ৭

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

- Advertisement -

নগর ছাত্রদলের বহিষ্কৃত সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে বার্মাইয়্যা সাইফুল ও পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

- Advertisement -google news follower

রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় সংঘটিত এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন, মিজানুর রহমান, শহীদুল ইসলাম, লুৎফুর রহমান, ফয়জুন নেছা ও লুৎফুর নেছা। তাছাড়া একই ঘটনায় আহত হয়েছেন ষোলশহর গ্রিনভ্যালি এলাকার ভাসমান ব্যবসায়ী নাছির উদ্দিন (৪৫) ও ফারুক (৫০)।

- Advertisement -islamibank

প্রত্যক্ষদর্শীদের মতে, নগর ছাত্রদলের বহিষ্কৃত সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে বার্মাইয়া সাইফুলের নেতৃত্বে একদল লোক হঠাৎ ষোলশহর এলাকায় অবস্থান নেন।

খবর পেয়ে সেখানে যান পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ও তার সমর্থকরা।

এরপর সাইফুলের পক্ষ থেকে লাঠি ও রামদা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয়। দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে ৭ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন নারী ও সাধারণ পথচারীও রয়েছেন।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কোপের চিহ্ন রয়েছে। তাদের মধ্যে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন শহীদুল ইসলাম।

স্থানীয়রা জানান, ষোলশহর এলাকায় জুয়ার আসর চালানো ও চাঁদাবাজি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সাইফুল এ কার্যক্রমের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও শহীদুল ও এলাকার মানুষ এতে বাধা দিয়ে আসছিলেন। এর জের ধরেই এদিন দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পাঁচলাইশ থানা পুলিশের টিম।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আরিফ হোসাইন বলেন, সন্ত্রাসী বার্মা সাইফুল ও তার অনুসারীদের হামলার পর আমরা তৎক্ষনাৎ অভিযান পরিচালনা করে একজন হেফাজতে নিয়েছি। তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

তবে ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেঁড়ে দেওয়া হয়েছে জানিয়ে পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান জানান, এলাকাবাসীর সহায়তায় দোষীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM