যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ

অনলাইন ডেস্ক

মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় পুলিশ হেফাজতে থাকা যুবদল নেতাকে বিএনপি কর্মীদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় না দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর নির্দেশ দেন।

- Advertisement -

রোববার (১২ জানুয়ারি) বিকেল তিনটায় সিরাজদিখান উপজেলার কুসুমপুর এলাকায় ঢাকা ব্যাংক আয়োজিত কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় প্রশাসনের উদ্দেশে তিনি এসব নির্দেশনা দেন।

- Advertisement -google news follower

প্রসঙ্গত, শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে যুবদল নেতা তরিকুলকে ছিনিয়ে নেন স্থানীয় নেতাকর্মীরা। শনিবার রাতে তাকে পুনরায় গ্রেফতার করে পুলিশ। ইতোমধ্যে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

উপদেষ্টা জানান, শ্রীনগর থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩১ নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মূল অভিযুক্তসহ এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটলে অভিযুক্তরা প্রভাবশালী কিংবা কোনো দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দেন।

- Advertisement -islamibank

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা স্বীকার করেন, সম্প্রতি মুন্সিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের তাগিদ দেন তিনি।

দুর্নীতি দেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। এছাড়া মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে অবৈধ চাঁদাবাজি ও বালু উত্তোলন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, নদীতে কোস্টগার্ডের সাথে এখন থেকে যৌথভাবে কাজ করবে নৌ-পুলিশ।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তারা তেলমারা বন্ধ না করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহজে ঠিক হবে না বলে মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে ৩০টি ট্রাক্টর ও ৩০ সেলো সেচপাম্প স্থানীয় কৃষকদের হাতে হস্তান্তর করেন উপদেষ্টা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ.টি.এম. হায়াতুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র প্রমুখ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM