চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াছকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ।
গতকাল রোববার (১২ জানুয়ারি) ঢাকার কলাবাগান এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মানবাধিকার কর্মী সম্রাটকে মারধর করে মরাত্মক জখম করার অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেছেন সম্রাটের স্ত্রী। ওই মামলায় ইলিয়াছকে এক নম্বর আসামি করা হয়। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে যায় কাউন্সিলর।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সরকার পতনের পর আত্মগোপনে থাকা চসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছের অবস্থান নিশ্চিত হয়ে ঢাকা কলাবাগান এলাকার একটি ভবনে অভিযান চালানো হয়।
হালিশহর থানার এসআই মো. মোজাম্মেল হকের নের্তৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হয় কাউন্সিলর। সোমবার সকালে তাকে চট্টগ্রামে আনা হয় এবং আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।
জেএন/পিআর