চসিকের সাবেক কাউ‌ন্সিলর ইলিয়াছ ঢাকায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াছকে গ্রেপ্তার করেছে হা‌লিশহর থানা পু‌লিশ।

- Advertisement -

গতকাল রোববার (১২ জানুয়ারি) ঢাকার কলাবাগান এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

থানা সূত্রে জানা গেছে, মানবা‌ধিকার কর্মী সম্রাটকে মারধর করে মরাত্মক জখম করার অ‌ভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেছেন সম্রাটের স্ত্রী। ওই মামলায় ইলিয়াছকে এক নম্বর আসামি করা হয়। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে যায় কাউন্সিলর।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সরকার পতনের পর আত্মগোপনে থাকা চসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছের অবস্থান নিশ্চিত হয়ে ঢাকা কলাবাগান এলাকার একটি ভবনে অভিযান চালানো হয়।

- Advertisement -islamibank

হালিশহর থানার এসআই মো. মোজাম্মেল হকের নের্তৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হয় কাউন্সিলর। সোমবার সকালে তাকে চট্টগ্রামে আনা হয় এবং আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM