৩ দফা দাবিতে সচিবালয়ের সামনে জবি শিক্ষার্থীদের অবস্থান

অনলাইন ডেস্ক

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

- Advertisement -

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের এলাকায় দেখা দিয়েছে যানজট।

- Advertisement -google news follower

এর আগে বিকেল ৪টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করেন। এসময় অনশনকারী অসুস্থ শিক্ষার্থীরা রিকশায় এবং সাধারণ শিক্ষার্থীরা পায়ে হেঁটে যাত্রা শুরু করেন।

সোমবার মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিকে ‘অস্পষ্ট’ আখ্যা দিয়ে শিক্ষার্থীরা তা সংশোধনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দাবি পূরণে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না এলে রাতেই সচিবালয়ে অবস্থানের ঘোষণা দিয়েছিলেন তারা।

- Advertisement -islamibank

অনশনকারীরা জানান, মন্ত্রণালয় তাদের দাবির বিষয়ে পরিষ্কার কোনো আশ্বাস দেয়নি। তারা চিঠি সংশোধনের দাবি জানায় এবং দ্রুত সুনির্দিষ্ট রূপরেখাসহ নতুন চিঠি না পেলে রাতে সচিবালয়ে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন।

এদিকে তিন দফা দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। গতকাল থেকে শুরু হওয়া অনশন চলাকালে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার সকাল থেকেই আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দেখা দেয়। শিক্ষার্থীরা কমপ্লেট শাটডাউন ঘোষণা করেন।

অনশনরত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল মুরাদ বলেন, আল্টিমেটাম অনুযায়ী নবায়ন করা চিঠি না আসায় আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছি। সচিবালয়ের ফুটপাতে আমরা আমাদের অনশন কর্মসূচি চালিয়ে যাবো।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে।

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

৩. যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM