চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত এবং চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছে দুই যুবক।
জানা গেছে, সোমবার (১৩ জানুয়ারি) সকালে আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে হোটেল ঝুমেরা নামক দোকানের সামনের বালুতে মোটর থেকে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ২৫ বছর বয়সী যুবক মোহাম্মদ ছাদেক (২৫)।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ছাদেক উপজেলার বারশত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুধকুমড়া উত্তরপাড়ার পেচু মিয়ার ছেলে। স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পৃথক অপর ঘটনাটি ঘটে রবিবার রাত সাড়ে আটটার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের সোনাইছড়ি এলাকায়।
চলার পথে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই নিহত হন নুর হোসেন (২১) নামে এক যুবক।
স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশের একটি টিম এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
নিহত নুর হোসেন কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের লাল মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।
চন্দনাইশ থানার অফিসার্স ইনচার্জ ইমরান আল হোসাইন তথ্য নিশ্চিত করে বলেন এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেএন/পিআর