রোয়াংছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নারী আহত

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নে উমে প্রু মারমা নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।

- Advertisement -

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় তারাছা ইউনিয়নের ক্ষেমাগ্রী পাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ উমে প্রু মারমা থানচি উপজেলায় জিপ গাড়ির চালক রুমেল তঞ্চঙ্গ্যার স্ত্রী।

- Advertisement -google news follower

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উমে প্রু মারমা বান্দরবান পৌর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। কয়েকদিন আগে বাবার বাড়ি রোয়াংছড়ি-রুমা উপজেলার সীমান্ত এলাকা তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ক্ষেমাগ্রী পাড়ায় বেড়াতে যান। আজ সকালে জুমের কাজে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হন।

স্থানীয় ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা ও রোয়াংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শুভ্র মুকুল চৌধুরী জানিয়েছেন, ছেলেকে আনার জন্য রবিবার (১২ জানুয়ারি) বান্দরবান শহর থেকে উমে প্রু মারমা হিমাগ্রী পাড়ায় যান। সেখানে একটি সালিশি বৈঠকে অংশগ্রহণ করেন।

- Advertisement -islamibank

সোমবার (১৩ জানুয়ারি) সকালে বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে পারিবারিক দ্বন্দের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM