বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকার কাদিরা বাপের বাড়ী সংলগ্ন সড়কে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ সোমবার (১৩ জানুয়ারী) দুপুর সোয়া ১ টার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আদিবা নামের শিশুটির মৃত্যু হয়। আদিবা উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব-চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মিজানের কন্যা।

- Advertisement -google news follower

শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, শিশু আদিবা চাম্বল ইউনিয়ন থেকে তার নানার বাড়ি শীলকূপে বেড়াতে আসেন।

দুপুরে তার ভাইসহ অন্যান্য শিশুরা সড়কের পাশে থাকা অটোরিকশায় বসে খেলছিলেন। রিকশা চালক গাড়ীটি চাবিসহ রেখে পাশের দোকানে বসেন।

- Advertisement -islamibank

এ সময় শিশু আদিবার বড় ভাই (প্রতিবন্ধি) গাড়ীর চাবিতে হাত দিলে গাড়ীটি অটো চালু হয়ে যায়। তখন পাশে থাকা আদিবার শরীরে ধাক্কা লাগলে গাড়ীসহ শিশুটি নালায় পড়ে যায়। এতে তাঁর ঘাড়ের শিরা ছিঁড়ে যায়।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আদিবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি জানায় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM