শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করছেন চট্টগ্রাম জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চট্টগ্রাম জেলার জন্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দের ২০ লাখ কম্বল বিতরণ রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে।

- Advertisement -

নিজে উপস্থিত থেকে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন চট্টগ্রামের প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম।

- Advertisement -google news follower

প্রথম দিনে নগরীর স্টেশন রোড, কদমতলী, সিআরবি, কাজির দেউড়ি ও ষোলশহর দুই নাম্বার গেট এলাকায় হতদরিদ্র শীতার্ত পথচারীদের মাঝে ৩ হাজার কম্বল বিতরণ করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের শীতার্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে ২০ লাখ কম্বল দেয়া হয়েছে। এসব কম্বল পর্যায়ক্রমে হতদরিদ্র মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি।

- Advertisement -islamibank

চট্টগ্রামের উপজেলাগুলোতেও সরকারের দেওয়া এসব কম্বল পৌঁছে দেওয়া হবে। নগরীতে প্রথম দিন ৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক ফরিদা খানম সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা ও বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার আল আমিন হোসেন, স্টাফ অফিসার মো. ইসরাফিল জাহান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল মজুমদার ও জেলা নাজির জামাল উদ্দিন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM