ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন অব্যাহত

অর্থনীতি ডেস্ক :

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন অব্যাহত। গত দুই বছরের মধ্যে এটি সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

- Advertisement -

সোমবার (১৩ জানুয়ারি) এমন চিত্র দেখা গেছে। এর পেছনে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতাকে দায়ী করা হয়েছে। খবর রয়টার্স

- Advertisement -google news follower

জানা গেছে, এক দিনের হিসেবে ডলারের বিপরীতে রুপির শূন্য দশমকি ৭ শতাংশ পতন ঘটে।

দিনের শুরুতে ডলারের বিপরীতে রুপির মান ৮৬ দশমকি ৫৮২৫ থাকলেও শেষে গিয়ে দাঁড়ায় ৮৬ দশমকি ৭৫৫০ তে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় রুপির এমন দরপতন ঘটে।

- Advertisement -islamibank

গত বছরের ডিসেম্বর থেকে ভারতীয় মুদ্রার মান দুই শতাংশ কমে গেছে। মূলত ভারতের ধীর গতির অর্থনীতি এবং ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে এমন আশঙ্কা থেকেই রুপির দরপতন হয়েছে।

এ বিষয়ে আরবিএল ব্যাংকের ট্রেজারি প্রধান আনশুল চন্দক বলেন, রুপির দরপতন আরও কিছুদিন অব্যাহত থাকবে।

যদিনা কেন্দ্রীয় ব্যাংক এর মধ্যে বিশেষ কিছু করতে না পারে। এদিকে ভারতীয় রুপির দরপতনের কারণে প্রভাব পড়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভেও।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM