এলপি গ্যাসে ভ্যাট কত শতাংশ?

অর্থনীতি ডেস্ক :

শেষ পর্যন্ত এলপি গ্যাস উৎপাদনে মূল্য সংযোজন কর-ভ্যাট সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

- Advertisement -

দেশজুড়ে গ্যাস সংকটের মধ্যে চাহিদা ও সরবরাহ বাড়তে থাকা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপি গ্যাসের এ ক্ষেত্রে ভ্যাট ছিল ৫ শতাংশ, যে হিসাবে ভ্যাট বাড়ল আড়াই শতাংশ।

- Advertisement -google news follower

এতে এলপি গ্যাসের দাম বাড়ার শঙ্কার কথা বলে আসছেন ভোক্তারা, যাদের মধ্যে শিল্প কারখানার উদ্যোক্তা ও বাসা-বাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহারকারীরা রয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে এলপি গ্যাস উৎপাদনের সাড়ে ৭ শতাংশ নির্ধারণের বিষয়টি স্পষ্ট করে বিশেষ আদেশ জারি করে রাজস্ব আদায়কারী প্রধান সংস্থা এনবিআর।

- Advertisement -islamibank

এতে বলা হয়, এনবিআর সাড়ে ৭ শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি প্রদান করল।

এর আগে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক, কর ও ভ্যাট বাড়ানোর অধ্যাদেশ জারির পরপর এনবিআরের এ বিষয়ক নির্দেশনার পর এলপি গ্যাসের করভার নিয়ে জটিলতা দেখা দেয়। যে কারণে বিষয়টি সুষ্পষ্ট করতে বিশেষ আদেশ জারি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার শতাধিক পণ্যে শুল্ক, কর ও ভ্যাট জারি করার অধ্যাদেশে দেখা যায় তফশিলভুক্ত পণ্য থেকে এলপি গ্যাসকে বাদ দেওয়া হয়। তফশিলভুক্ত থাকা অবস্থায় এলপি গ্যাসের উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট ছিল।

আইন অনুযায়ী, তফশিল থেকে এ পণ্য বাদ দেওয়ায় এতে স্বাভাবিক নিয়মে অর্থ্যাৎ ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হয়ে পড়ে।

কিন্তু এনবিআর থেকে দেওয়া নির্দেশনায় দেখা যায়, এলপি গ্যাসের উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে।

এমন অবস্থায় কমিশনারেট কত আদায় করবে এবং ব্যবসায়ীরা কত শতাংশ ভ্যাট দেবে তা নিয়ে জটিলতার মধ্যে এনবিআর বিশেষ আদেশে এটি স্পষ্ট করে।

কর বসানোর ক্ষেত্রে অধ্যাদেশের প্রয়োজন হলেও এখানে যেহেতু অব্যাহতির বিষয় তাই বিশেষ আদেশের মধ্য দিয়ে আইনি জটিলতা কাটানোর চেষ্টা করেছে এনবিআর।

আদেশে বলা হয়েছে, অধ্যাদেশের তারিখ তথা ৯ জানুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে।

তবে জরুরি এ পণ্যে একেবারে দাম যাতে না বাড়ে সেজন্য বৃহস্পতিবারের অধ্যাদেশে এলপি গ্যাস সরবরাহের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ২ শতাংশ বাতিল করা হয়েছিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM