চাঁদে বাণিজ্যিক নভোযান পাঠাচ্ছে নাসা

ভিনদেশ ডেস্ক :

চন্দ্র বিজয়ের প্রায় ৫৬ বছর পর প্রথমবারের মতো বাণিজ্যিক উদ্দেশ্যে চাঁদে নভোযান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

- Advertisement -

আগামীকাল বুধবার পৃথিবী থেকে চাঁদের উদ্দেশে রওনা দেবে নাসার প্রথম বাণিজ্যিক নভোযান।

- Advertisement -google news follower

‘ব্লু ঘোস্ট মিশন ১’ নামের এই অভিযানে পাঠানো হচ্ছে ‘ব্লু ঘোস্ট’ নামের একটি রোবটকে। এ অভিযানে নাসার অংশীদার হয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি অ্যারোস্পেস প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেস। রোবটও তারাই তৈরি করেছে।

কাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স কোম্পানির তৈরি ফ্যালকন ৮ রকেটে চেপে ব্লু ঘোস্ট চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করবে এবং চন্দ্রপৃষ্ঠে প্রায় ৪৫ দিন কাটানোর পর ফের পৃথিবীতে ফিরে আসবে বলে এক বিবৃতিতে জানিয়েছে নাসা।

- Advertisement -islamibank

এই ৪৫ দিনে নাসার প্রতিনিধি হিসেবে অন্তত ১০টি বৈজ্ঞানিক অনুসন্ধান চালাবে ব্লু ঘোস্ট। এসব অনুসন্ধানের প্রতিটিই চাঁদের পরিবেশ এবং ভবিষ্যতে সেখানে মানুষের সম্ভাব্য বসতি স্থাপনের সঙ্গে সম্পর্কিত।

এছাড়া মহাবিশ্বের আবহাওয়া এবং মহাজাগতিক শক্তি কীভাবে পৃথিবী ও চাঁদের ওপর প্রভাব ফেলে সেটি যাচাই করাও এ অভিযানের অন্যতম উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে নাসার বিবৃতিতে। ল্যান্ডার ব্লু ঘোস্ট ৬ দশমিক ৬ ফুট লম্বা ও ১১ দশমিক ৫ ফুট চওড়া।

১৯৬৯ সালে প্রথমবোরের মতো চন্দ্রবিজয়ে সফল হয় নাসা। ওই বছর নাসার রকেট অ্যাপোলো ১১-তে চেপে চাঁদে পৌঁছেছিলেন নীল আর্মস্ট্রং, অ্যাডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স নামের তিন নভোচারী।

এখন পর্যন্ত মাত্র পাঁচটি দেশ চাঁদে সফলভাবে মহাকাশযান পরিচালনা করেছে। দেশগুলো হলো সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও জাপান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM