চট্টগ্রামের মিরসরাই উপজেলা পৌরসদরে বাণিজ্য মেলা নিয়ে কাটাকাটির জেরে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে জাহেদ হোসেন মুন্না (২০) নামে এক যুবদল কর্মী নিহত ও একই ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত মুন্না উপজেলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোভনীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে নির্মাণ সামগ্রী সাপ্লাই ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সঙ্গে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়।
সেখানে জাহিদ হুসাইনের অনুসারীদের হামলায় আহত হন কামরুল হাসানের একজন কর্মী। পরবর্তীতে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হুসাইনের বাড়ি এবং তার অনুসারীদের ওপর হামলা চালায়।
এসময় মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গলিতে যুবদল কর্মী জাহেদ হোসেন মুন্না গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মিররসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, গতকালকে কথাকাটাকাটির জেরে এক যুবক নিহত হয়।
বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও, সংশ্লিষ্টদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
জেএন/পিআর