গোয়ালঘরে মোবাইল ফেলে ২ গরু নিয়ে চম্পট চোরের দল

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়ার কৃষক রফিক আহমদের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে পালিয়েছে চোরের দল।

- Advertisement -

তবে ভুলে গোয়ালঘরেই চোরের মোবাইল ফোনটি ফেলে যায়। রবিবার (১২ জানুয়ারি) রাতের কোন এক সময় গরু চুরি করতে এসে মোবাইলটি ফেলে যায় চোর।

- Advertisement -google news follower

গরুর মালিক রফিক আহমদ জানান, রবিবার রাতে গরুগুলোকে খাবার খাইয়ে ঘুমোতে যায়। সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের শিকল ও তালা কেটে দেড় লাখ টাকা দামের দুটি গরু নিয়ে গেছে চোরের দল।

দিনব্যাপী আশে পাশের বিভিন্ন গ্রামে খোঁজ করেও গরুগুলোর সন্ধান না পেয়ে বাড়ি ফিরে জানতে পারি চোরের দল গোয়ালঘরে তাদের একটি মোবাইল ফেলে গেছে। পরে মোবাইলটি নিয়ে থানায় গিয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করি।

- Advertisement -islamibank

থানা থেকে ঘটনাটি তদন্তের জন্য পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ দিপদাশ রায়কে দায়িত্ব দেয়া হয়। এ বিষয়ে দিপদাশ রায় বলেন, ‘গরু চোর দুটি গরু চুরি করে নিলেও তাদের একটি মোবাইল ফোন গোয়াল ঘরে ফেলে গেছে চোরেরা। এখন এই মোবাইলের সূত্র ধরে চোর শনাক্তকরণের চেষ্টা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM