চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের প্রবেশ মুখ থেকে গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় এক নারী পোশাক কর্মীকে উদ্ধার করা করা হয়েছে।
গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে আটটার সময় ওই নারীকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্থানীয়রা।
আহত নারীর অবস্থা মুমুর্ষ হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে নেন। চমেক পুলিশ ফাঁড়ি থেকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, আহত নারীর নাম মাশিনু মারমা (কীর্তি)। সে খাগড়াছড়ি সদরের ধর্মঘর তংথাক পাড়ার উগ্য মারমার মেয়ে। মাশিনু চট্টগ্রাম নগরীর ইয়ং ওয়ান কোম্পানিতে অপারেটর পদে কর্মরত ছিলেন।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী কেউ কেউ ধারণা করছেন, রাতে অজ্ঞাত কোন গাড়ির ধাক্কা লেগে মেয়েটি গুরুতর আহত হতে পারে।
তবে আহত মাশিনুর স্বজন জয় মারমা জানিয়েছেন, মাশিনু মারমার মা গত বছর থেকে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তার মায়ের চিন্তায় সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।
তবে কিভাবে সে বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে গেল এবং আহত হয়েছেন তা জানাতে পারেনি জয়।
জেএন/পিআর