লোহাগাড়ায় যুবককে গলা টিপে হত্যার অভিযোগ,আটক ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রামর লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় ১৯ বছর বয়সী এক যুবককে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে অনলাইন জুয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

- Advertisement -google news follower

নিহত যুবকের নাম মো. জাহেদুল ইসলাম। সে একই ইউনিয়নের রসুলাবাদ পাড়ার কোরবার আলীর ছেলে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, কলাউজানের রাবার ড্যাম এলাকায় মোবাইলে অনলাইন জুয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে এক যুবককে গলা টিপে হত্যার অভিযোগ পেয়েছি।

- Advertisement -islamibank

তাৎক্ষনিক থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শণ করে ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

তাছাড়া নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM