চট্টগ্রামর লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় ১৯ বছর বয়সী এক যুবককে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে অনলাইন জুয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
নিহত যুবকের নাম মো. জাহেদুল ইসলাম। সে একই ইউনিয়নের রসুলাবাদ পাড়ার কোরবার আলীর ছেলে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, কলাউজানের রাবার ড্যাম এলাকায় মোবাইলে অনলাইন জুয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে এক যুবককে গলা টিপে হত্যার অভিযোগ পেয়েছি।
তাৎক্ষনিক থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শণ করে ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
তাছাড়া নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেএন/পিআর