চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা পৌরসদরে বাণিজ্য মেলা নিয়ে কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় যুবদলকর্মী জাহেদ হোসেন মুন্না (২০)র মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তরকৃতরা হলেন, মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান (৩৭), মো. নাজমুস সাকিব মারুফ (২২), মো. শাহ আলম (৪৭) ও মো. আরমান (২৬)।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সোমবার রাতে দুইপক্ষের হামলায় মুন্না নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ১১ জনের নামে থানায় হত্যা মামলা করেছেন নিহতের পরিবার।
মামলার পর থেকে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানসহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম মিরসরাই।
গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যার পর মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সঙ্গে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়।
সেখানে জাহিদ হুসাইনের অনুসারীদের হামলায় আহত হন কামরুল হাসানের একজন কর্মী। পরবর্তীতে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হুসাইনের বাড়ি এবং তার অনুসারীদের ওপর হামলা চালায়।
এসময় মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গলিতে যুবদল কর্মী জাহেদ হোসেন মুন্না গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মিররসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় নিহতের পরিবার বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে।
এদিকে, ঘটনার পর থেকে মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলার পরিস্থিতি থমথমে অবস্থায় রুপ নিয়েছে। বন্ধ রয়েছে মেলার ভেতরের সব দোকান-পাট।
জেএন/পিআর