চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরকারের পতনের পর বিএনপি নেতাদের দায়ের করা বিস্ফোরক মামলায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামসুল ইসলাম বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ সিকদার বাড়ির মৃত শাহাব মিয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, বরুমছড়া ইউনিয়ন চেয়ারম্যান শামসুল ইসলাম ‘বিস্ফোরক মামলার এজাহারনামীয় ১৫ নং আসামি। তাকে মঙ্গলবার দুপুরে বরুমছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জেএন/পিআর