লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট।
এবারের ড্রাফটে নাম লিখিয়েছেন ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। সেখানে দল পেয়েছেন তিন টাইগার ক্রিকেটার নাহিদ রানা, রিশাদ হোসেন ও লিটন দাস।
সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটার লিটন দাস। রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। আর লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।
তাদের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় যা প্রায় ৩০ লাখ টাকা।
অন্যদিকে গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।
তার পারিশ্রমিকের পরিমাণ ৫০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা।
তবে প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। অবিক্রিত থেকে গেছেন তারা।
তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আর ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদরাও দল পাননি।
জেএন/পিআর