ভারত থেকে ১,১৩৭ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক :

ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতে খরচ হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা।

- Advertisement -

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, রোববার (১২ জানুয়ারি) বিপিসির পরিচালনা পর্ষদের ১০০০তম সভায় আমদানির এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে।

- Advertisement -google news follower

বিপিসি সূত্র জানিয়েছে, এই বছর পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭.৪ মিলিয়ন মেট্রিক টন। এর মধ্যে ৪.৬ মিলিয়ন টন ডিজেল যার ৮০% সরাসরি আমদানি করা হয়।

বাকি অংশ স্থানীয় রিফাইনারি থেকে পাওয়া যায়। বিপিসি নিয়মিতভাবে এনআরএল থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে।

- Advertisement -islamibank

এর আগে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে ৫০,০০০ টন বাসমতি নন-সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM