মিরসরাইয়ে ছিনতাইকারী চক্রের ৫ নারী সদস্য আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মিয়াজী মার্কেটের সামনে থেকে ছিনতাইকারী চক্রের ৫ নারী সদস্যকে আটক করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ছিনতাই করার সময় তাদের হাতেনাতে আটক করে জনতা। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

- Advertisement -google news follower

আটক নারীরা হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আব্দুল মালেকের স্ত্রী শারমিন বেগম (২৪), আব্দুল্লাহ মণ্ডলের স্ত্রী পারভীন বেগম (২২), মিনারুল মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৬), রফিকুল ব্যাপারীর স্ত্রী মৌসুমি আক্তার (২২) ও একই জেলার ভূঞাপুর থানার সুমনের স্ত্রী সুমি বেগম (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে বারইয়ারহাট পৌরসভার মিয়াজী মার্কেটের সামনে স্থানীয়রা তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

- Advertisement -islamibank

ছিনতাইকারীরা বিভিন্ন দোকানে টাকা চুরির কথা স্থানীয়দের কাছে স্বীকার করে তারা।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘বারইয়ারহাট পৌর এলাকায় টাকা চুরি করার সময় ৫ নারী ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেছে।

এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM