রামুতে হাত-পা বেঁধে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের রামুতে হাত-পা বেঁধে রেখে স্থানীয় এক সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেলসহ সর্বস্ব ছিনতাই করে পালিয়েছে ছিনতাইকারী দল।

- Advertisement -

গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিসের পরে হিমছড়ি ঢালা এলাকায় এই ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

ভুক্তভোগী সাংবাদিক জাফর আলম জুয়েল জানান, মেয়ের বিয়ের আয়োজনের যাবতীয় কর্ম সেরে ঈদগাঁও থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম।

পথে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী দলের সদস্যরা কাটা গাছ ফেলে রাস্তা আটকে দেয়। গাড়ি থামাতেই চারপাশ থেকে কয়েকজন এসে আমার হাত-পা বেঁধে ফেলে। পরে পকেটে থাকা নগদ টাকা, দুটি মোবাইল ও মোটরসাইকেলটি নিয়ে তারা পালিয়ে যায়।

- Advertisement -islamibank

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান সাংবাদিক জাফর। এদিকে অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে জানালেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM