চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রাতের আঁধারে ফসলি জমির উপরি স্তর (টপ সয়েল) মাটি কাটার খবরে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া বহরম পাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
ফসলি জমি থেকে মাটি কেটে তা মিনি ট্রাকে ভর্তি করার সময় হাতেনাতে ধরা পড়ায় তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়।
অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
তিনি জানান, ‘প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে মিনি ট্রাকে করে অন্যত্র সরিয়ে নিচ্ছে।
এমন খবরে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, আনসার ও চন্দনাইশ থানার একদল পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানের সময় মাটি কাটা অবস্থায় হাতে নাতে ধরা পড়ায় উপজেলার বৈলতলী ইউনিয়নের উত্তর জাফরাবাদ এলাকার মো. আশরাফের ছেলে মো. জোবায়ের (২৮), চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মরহুম শামসুল ইসলামের ছেলে নুরুল করিম (২৭) এবং সাতকানিয়ার ছিদ্দিক আহমদের ছেলে হাবিবুর রহমান (২৫) কে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
জেএন/পিআর