বাবা হারালেন সিএমপি কমিশনার হাসিব আজিজ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের পিতা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এম আজিজুল হক মারা গেছেন।

- Advertisement -

আজ বুধবার ভোরে রাজধানীর উত্তরায় তার নিজ বাড়িতেই তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

- Advertisement -google news follower

মৃত্যুকালে এম আজিজুল হকের বয়স ছিল ৮৫ বছর। তি‌নি স্ত্রী, তিন ছেলে, না‌তি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

মরহুমের নামাজের জানাজা আজ বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -islamibank

১৯৭০ সালে পার্লামেন্ট সদস্য (এম এন এ) আব্দুর রহমান বকাউলের ছেলে এম আজিজুল হক। ১৯৪০ সালের ১৩ ডি‌সেম্বর শরীয়তপু‌রের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার চরভাগা বকাউল কান্দিতে এক সম্ভ্রান্ত মুস‌লিম প‌রিবা‌রের জন্মগ্রহণ করেন এম. আজিজুল হক।

তিনি ১৯৯৬ সালে জুলাই থেকে ১৯৯৭ নভেম্বর মাস পর্যন্ত আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি স্থানীয় সরকার, নৌ-পরিবহন ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

তিনি বাংলা‌দেশ পু‌লি‌শের বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ প‌দসহ ইসলা‌মী ব‌্যাংকের ভাইস প্রেসি‌ডেন্ট, রূপালী ইন্সুরে‌ন্স লি‌মি‌টে‌ডের অর্থ উপ‌দেষ্টা ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM