লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল পুড়ে গেছে পুরো শহর। প্রাণহানি হয়েছে অন্তত ২৫ জনের। মানুষজনকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এই ভয়াবহ পরিস্থিতির কারণে প্রথমবারের মতো বাতিল হতে পারে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
দ্য সানের প্রতিবেদনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভয়াবহ দাবানলের কারণে ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল হওয়ার পথে।
কর্তৃপক্ষ বলেছে, এই মুহূর্তে তারা এই অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন বলে মনে হয় না।
তারা বলেছেন, লস অ্যাঞ্জেলেস অকল্পনীয় ক্ষতির মধ্যে পড়েছে। এমনকী আগামী সপ্তাহে যদি দাবানল কমে যায় তবুও শহরের যে পরিমাণ ক্ষতি হবে তা পূরণ করা বেশ কঠিন।
তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই অনুষ্ঠানের জন্য যে খরচ হয় সেটি থেকে লস অ্যাঞ্জেলেসের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা দেওয়া হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, টম হ্যাঙ্কস, এমা স্টোন, মেরিল স্ট্রিপ এবং স্টিভেন স্পিলবার্গের মতো তারকাদের নেতৃত্বে হওয়া অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, এরপরও যদি অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা যায় তাহলে প্রায় ১ লাখ ৭১ হাজার ডলার মূল্যের “গুডি ব্যাগ”দেওয়া হবে না।
এই গুডি ব্যাগগুলোর মধ্যে থাকে সুইস আল্পসে তিন রাত থাকার কূপন, কসমেটিক্স সার্জারির কূপন, গহনা এবং একটি ১,২২০ ডলারের বারবিকিউ গ্রিলের কূপন। বোর্ডর সদস্যরা বর্তমান পরিস্থিতিতে এসবকে অপ্রয়োজনীয় বলে মনে করছেন।
এদিকে, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস মনোনয়ন ভোটের সময়সীমা ১৭ জানুয়ারি থেকে বাড়িয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। একটি ভার্চুয়াল ইভেন্টে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।
লস অ্যাঞ্জেলেসের দাবানলে ম্যান্ডি মুর, প্যারিস হিলটনসহ অনেকেরের বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ২৫ জন প্রাণ হারিয়েছেন এবং জরুরি পরিষেবাগুলোও প্রায় অচল।
এর আগে, ২০২১ সালে করোনার কারণে যখন বিশ্বজুড়ে লকডাউন অব্যাহত ছিল, তখনও অস্কার অনুষ্ঠান বাতিল করা হয়নি। অনুষ্ঠানটি দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছিল।
জেএন/পিআর