এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ প্রকাশ হবে: রিজওয়ানা

জাতীয় ডেস্ক :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে গঠিত ছয়টি সংস্কার কমিশনের কাজের সময় এক মাস বাড়িয়ে দেওয়া হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রজ্ঞাপনের মাধ্যমে এ সময় বাড়ানো হবে।

- Advertisement -google news follower

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা বলেন, সংস্কার সুপারিশ বিষয়ক প্রতিবেদনগুলো আমাদের হাতে এসেছে। এগুলো নিয়ে বসবেন কমিশন প্রধানরা। এখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, কোথায় কোথায় প্রাধান্য দেওয়া উচিত বলে তারা মনে করেন তা ঠিক করবেন।

- Advertisement -islamibank

এ জন্য বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি কমিশনের কাজের সময়টা এক মাস বাড়িয়ে দেওয়া হবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ছয়টি কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনারা (গণমাধ্যম) পেয়ে যাবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজকে চারটি কমিশনের প্রতিবেদনের যে মূল বক্তব্যগুলো উপস্থাপিত হয়েছে তা কমিশনের ওয়েবসাইট ও প্রধান উপদেষ্টার দপ্তরের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আর পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো এ মাসের ৩১ তারিখের মধ্যে পেয়ে যাবেন।

তিনি বলেন, সংস্কার কমিশনগুলো স্বাধীনভাবে কাজ করেছে। এখন সমন্বয়ের কাজটি তারা কমিশন ওয়ারী করবেন। সমন্বয়ের মাধ্যমে প্রায়োরিটি ঠিক হবে। কোনগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হবে তা ঠিক হবে।

রাজনৈতিক দলগুলোর যেমন কিছু দাবি আছে, তেমনি জনগণের কিছু দাবি আছে। তাই কোনগুলো নিয়ে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করতে হবে, রোডম্যাপ কি হবে তা এক মাসের মধ্যে তৈরি করা সম্ভব হবে।

৪টি কমিশন তাদের পুরো প্রতিবেদন ও সারসংক্ষেপ দিয়েছে। আজকের মধ্যেই এগুলো গণমাধ্যম কর্মীদের জন্য প্রাপ্তিসাধ্য করে দেওয়া হবে। বিভিন্ন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন ওয়েবসাইটে প্রাপ্তি সাধ্য করে দেবে।

এছাড়া প্রধান উপদেষ্টা দপ্তর থেকে সংস্কারবিষয়ক মূল বক্তব্য সম্বলিত বিবৃতিগুলো গণমাধ্যম কর্মীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM