চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডস্থ বধুর বর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে লাগা এ অগ্নিকাণ্ডে ওই বাড়ির আলী হোসেনের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানায়, কাথরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার আলী হোসেনের বসতঘরের লাকড়ির চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে বাঁশখালীর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস থেকে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোন তথ্য নিশ্চিত না করলেও ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি আগুনে বসতঘরের সব মালামাল পুড়ে অন্তত প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেএন/পিআর