পাহাড়তলীতে চুরি হওয়া স্বর্ণালংকারসহ গৃহকর্মী কক্সবাজারে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর একটি বাসা থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে করা মামলায় এক গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজারের হারবাং এলাকা থেকে ওই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার হওয়া গৃহকর্মীর নাম রাশেদা বেগম (৩৮)। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানার একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবুল আজাদ এ তথ্য জানান।

পাহাড়তলীর বাসাটি থেকে চুরি হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার থেকে ৯ ভরি ৪ আনা ৪ রত্তি স্বর্ণালংকার রাশেদার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

- Advertisement -islamibank

ওসি বাবুল আজাদ বলেন, গত ৫ জানুয়ারি পাহাড়তলী থানাধীন ইস্পাহানি আজম নগর, নুরবাগ আবাসিক এলাকার বিলাস ভবনের ২য় তলার একটি বাসা থেকে ১৮ ভরি স্বর্ণালংকার চুরি হয়।

এ ঘটনায় পর গত ১১ জানুয়ারি পাহাড়তলী থানায় চুরির মামলা হয়। এই মামলার ছায়া তদন্ত শুরু করে থানা। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যে পাহাড়তলী পুলিশ কক্সবাজারের হারবাং এলাকা থেকে থেকে গৃহকর্মী রাশেদা বেগমকে গ্রেপ্তার করে।

ওসি বলেন, সংঘবদ্ধ একটি চক্র চট্টগ্রাম শহরের বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ দেয়। পরে সুযোগ বুঝে তাদের পাঠানো গৃহকর্মী বাসার স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। এই চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

বাসায় চুরি ঠেকাতে গৃহকর্মীদের কাজে নিয়োগ দেওয়ার আগে তাঁর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ ও বাড়ির ঠিকানা নিশ্চিত হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM