সমাবর্তন জীবনের নতুন অধ্যায়ের সূচনা : উপদেষ্টা ফাওজুল কবির খান

অনলাইন ডেস্ক

সমাবর্তন মানে শেষ নয় বরং জীবনের নতুন অধ্যায়ের সূচনা মাত্র। তোমাদের মধ্য থেকে অনেকে ‘‘টপ এ্যাচিভার্স’’ হয়েছে। অনেকের পক্ষে সেটি অর্জন সম্ভব হয়নি। উভয়কেই দেশের সমৃদ্ধি আনয়নে কাজ করতে হবে।

- Advertisement -

আজ ১৮ জানুয়ারি শনিবার চট্টগ্রাম বোট ক্লাবে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)’র ২য় সমাবর্তন অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা বলেন।

- Advertisement -google news follower

উপদেষ্টা বলেন, জীবনকে সফল করতে শুধু ভালো রেজাল্ট যথেষ্ট নয়। এর সাথে প্রয়োজন সৃজনশীলতা ও কঠোর অধ্যবসায়। দেখার বিষয় দেশ ও জাতির জন্য তোমরা কি করতে পারো। তোমাদের পিতা-মাতা ও সমাজের মৌলিক অধিকার নিশ্চিতে করতে কাজ করো। আমি বিশ্বাস করি বাংলাদেশকে সমৃদ্ধ ও প্রগতিশীল করতে সিআইইউ’র শিক্ষার্থীরা তাদের চলমান ধারা অব্যাহত রাখবে।

ফাওজুল কবির খান বলেন, তোমরা বিপ্লবের অতন্দ্র প্রহরী। বিগত জুলাই আন্দোলনে তোমাদের মধ্য হতে অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। অনেকে এখনো চিকিৎসাধীন রয়েছে। সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, বিগত সরকার শিক্ষা চিকিৎসাসহ প্রয়োজনীয় খাতগুলো ধ্বংস করেছিল। আইন শৃংখলা পরিস্থিতি নাজুক পর্যায়ে নিয়ে গেছে। বিচার ব্যবস্থা প্রায় ধ্বংস করেছে। আশার কথা-বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবখাতে শৃংখলা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। প্রয়োজনীয় সংস্কার শুরু করেছে। এ সংস্কার কাজে তোমাদের সহযোগিতা করতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরো সম্পৃক্ত হতে হবে।

- Advertisement -islamibank

সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার। বিশেষ বক্তা হিসেবে ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং নির্বাহী (সিইও) কিহাক সুং বক্তব্য রাখেন।

এতে আরো বক্তব্য রাখেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোহাম্মদ জাকারিয়া খান প্রমূখ ।

এবারের সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ২ হাজার ১ শত ৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। তন্মধ্যে ১ হাজার ৪ শত ৫২ জন ব্যবসায় প্রকৌশল, আইন এবং লিবারেল আর্টস অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, বাকী ৭ শত ৩৭ জন স্নাতকোত্তর।

অনুষ্ঠানে ১৪ জন শিক্ষার্থীকে স্ব স্ব প্রোগ্রামে অসামান্য ফলাফলের জন্য ‘টপ এ্যাচির্ভাস’ এওয়ার্ড প্রদান করা হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM