সুবিধাবঞ্চিত পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং। প্রায় ১০০জন শীতার্ত সুবিধাবঞ্চিতদের কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী এই সংগঠন।
শনিবার বিকেলে নগরীর জিন্নুরাইন কনভেনশন সেন্টারে সুবিধাবঞ্চিতদের হাতে কম্বল তুলে দেন ক্লাব প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিন।
উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, পিপি ইন্জিনিয়ার আমজাদ হোসেন, সেক্রেটারি প্রফেসর ড. আয়েশা আফরিন, কোষাধ্যক্ষ ইকরাম পাশা, সার্জেন্ট এট আর্মস এস এম সাজ্জাদ, আহমেদ ইসমাইল ও আব্দুল্লাহ আল মামুন।
এসময় ক্লাব সভাপতি এস এম জমির উদ্দিন বলেন, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং শীতের শুরু থেকে বিভিন্ন সময় ও বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে যা অন্যদের জন্য অনুস্বরণীয়।
সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়ে হাসি ফোঁটানোই জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা। আগামীতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণাও বক্তরা।
জেএন/পিআর