চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদর টেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে লাগা এ আগুনে পুড়ে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যরাতে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তবে তার আগেই স্থানীয়রা নিজেদের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এর আগেই মোহাম্মদ পারভেজের (মুদি দোকান), হারুন (তরকারী দোকান), রুবেল (মুদি দোকান), মিনার (কীটনাশকের দোকান), ইউনুস (বিকাশ লোড মোবাইল পার্ট), আজিজ আহমেদ (রাইচ মিল), কাশেমের ২টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থরা দাবি করছে এ ঘটনায় অন্তত ২৫-৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের বরাতে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
জেএন/পিআর