উৎসবমুখর পরিবেশে পটিয়া উপজেলার ভাটিখাইন শীলপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে স্থানীয় মাঠে শীলপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যােগে প্রথমবারে মত আয়োজিত অলম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হ্যাপি ব্রাদার্স ও ভাটিখাইন ফুটবল ফ্যান সোসাইটি অংশ নেন।
ফাইনালে হ্যাপি ব্রাদার্স ট্রাইবেকারে ভাটিখাইন ফুটবল ফ্যান সোসাইটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ভাটিখাইন শীলপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি পিপলু শীল জয়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাটিখাইন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুল আলম, বিএনপি নেতা রিজুয়ানুল হক আলমদার, ভাটিখাইন উন্নয়ন ফোরামের আহ্বায়ক আশিকুল মোস্তফা তাইফু।
এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন ভাটিখাইন বিএনপির নেতা ডাক্তার জলিল, ভাটিখাইন উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়ক সাংবাদিক এএইচএম কাউছার, সমাজসেবক আনন্দমোহন শীল, দিলীপ শীল, পিন্টু কুমার শীল, রনজিত শীল, সুমন কুমার শীল, রিন্টু কুমার শীল ও বাহারাইন প্রবাসী মৃদুল শীল।
খেলা আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটিখাইন শীলপাড়া স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি নয়ন শীল, সজীব শীল, সাধারণ সম্পাদক জয় শীল, সহ সাধারণ সম্পাদক আপন শীল, শিপন শীল,সাংগঠনিক সম্পাদক সিমান্ত শীল, যুবরাজ শীল, বিজয় শীল, প্রান্ত শীল প্রমুখ।
উক্ত টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন মো.মহিউদ্দিন ও ধারাভাষ্যকার দেন দিপন দাশ। খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা। ভাটিখাইন উন্নয়ন ফোরামের পক্ষ থেকে চ্যাম্পিয়ান দল হ্যাপি ব্রাদার্সকে ৪ হাজার টাকা পুরস্কার দেন।
এদিন খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। অনেক দর্শক মাঠের চারপাশে জায়গা না পেয়ে আশপাশের বাসাবাড়ির ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করেন।
জেএন/কাউসার/পিআর