চট্টগ্রামের বাঁশখালী থানার ধর্ষণ মামলার পলাতক আসামি কাসিম উল্লাহ প্রকাশ রাকিব (২১)কে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর বক্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন (র্যাব-৭)। গ্রেপ্তার রাকিব বাশঁখালী উপজেলার সরল এলাকার মো. ইউনুছের ছেলে।
রবিবার (১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র্যাব জানায়, গ্রেপ্তার আসামি বাঁশখালী থানার ধর্ষণ মামলার পলাতক আসামি। ঘটনার পর থেকে তিনি বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।
কোতোয়ালী থানার বক্সিরহাট এলাকায় অবস্থান করছে গোপনে সংবাদে শনিবার বিকেল পৌনে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাকে বাশঁখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানালেন র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।
জেএন/পিআর