গ্রাহকদের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান অর্থ উপদেষ্টার

জাতীয় ডেস্ক :

কর্মসংস্থান ব্যাংককে শুধুমাত্র কিস্তির টাকা আদায় না করে গ্রাহকদের সুখে-দুঃখেও পাশে থাকার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

- Advertisement -

রোববার (১৯ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে আয়োজিত কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

- Advertisement -google news follower

সম্মেলনে ব্যাংকটি জানায়, দীর্ঘ চলার পথে তাদের খেলাপি ঋণের পরিমাণ মাত্র ৩ দশমিক ৬৮ শতাংশ।

তবে, কর্মসংস্থান বৃদ্ধির কার্যপরিধি বাড়াতে সরকারি কোষাগার থেকে ৩ হাজার কোটি টাকা অর্থ সহায়তা চান ব্যাংকটির চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান। অন্যাথায় জেনারেল ব্যাংকিং পরিচালনার অনুমতি দাবি করেন তিনি।

- Advertisement -islamibank

এ সময় কর্মসংস্থান ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সামাজিক দায়বদ্ধতার কিছু সম্পদ যদি এ ব্যাংকে দেওয়া হয়, তাহলে সম্পদ বাড়বে প্রতিষ্ঠানটির।

অর্থ সংস্থানে জেনারেল ব্যাংকিং ভালো হবে না। তবে, সরকার চেষ্টা করবে। পাশাপাশি আমানত বাড়াতে নিজস্ব পণ্যে বহুমুখীকরণ আনতে হবে।

অনুষ্ঠানে নারীর ক্ষমতায়নে সঞ্চিতা প্রকল্পের উদ্বোধন করেন অতিথিরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM