ঘাটে বাড়তি টাকা নিলেই ইজারা বাতিল: উপদেষ্টা সাখাওয়াত

দেশজুড়ে ডেস্ক :

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে ইজারা বাতিল করা হবে।

- Advertisement -

রোববার (১৯ জানুয়ারি) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

- Advertisement -google news follower

সাখাওয়াত হোসেন বলেন, আমরা একসময় নৌ পরিবহনের ওপর নির্ভর ছিলাম। যতই সেতু তৈরি হোক না কেন নৌ পরিবহনের গুরুত্ব অনেক বেশি। যাত্রীদের যাতে হয়রানি না করা হয় সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, নৌ পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। এমন কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -islamibank

এ সময় বিআইডব্লিটিএস’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, জেলা প্রশাসক আজাদ জাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM