ফটিকছড়িতে পুকুরে ডুবে মারা গেছে রাউজানের শিশু আলভী

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ সংলগ্ন একটি পুকুরে ডুবে মো. আলভী নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে তার মরদেহটি উদ্ধার করা হয়। শিশু আলভী রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের হেদায়ত আলী মুন্সির বাড়ির ওমান প্রবাসী মো. তসলিম উদ্দিনের ছেলে।

- Advertisement -google news follower

জানা গেছে গত শনিবার দুপুরে মা শরীফা আকতারের সাথে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ সংলগ্ন এলাকায় একটি দাওয়াত খেতে যায় শিশু আলভী।

দুপুরের দিকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় আলভী। অনেক খোঁজাখুঁজির পরেও শনিবার পুরো দিন তার কোন খোঁজ মেলেনি। আজ রোববার দুপুরে ওই এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, শিশু আলভী খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়েছিল।

- Advertisement -islamibank

পুকুর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে ফটিকছড়ি থানার উপ পরিদর্শক (এসআই) সুমন জানান, স্থানীয় ও পরিবারের দাবি, শিশুটি পুকুরের ডুবে মারা গেছে। তাদের কোন অভিযোগ নেই।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM