জন্মদিনে জিয়াউর রহমানের প্রথম সমাধিতে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

সামরিক কিংবা রাজনৈতিক যুদ্ধে জিয়াউর রহমান কখনও পরাজিত হননি: নাজিমুর রহমান

অনলাইন ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকীতে তাহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

- Advertisement -

আজ রবিবার সকাল ১১টায় রাঙ্গুনিয়া উপজেলার জিয়া নগরে শহীদ জিয়ার প্রথম সমাধিতে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

- Advertisement -google news follower

সমাধিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, আলহাজ্ব এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য এম এ হান্নান, এস এম ফয়েজ, আবুল হাশেম, মুজিবুল হক, মোহাম্মদ মহসিন, কামরুল ইসলাম, জাফর আহমেদ, গাজী আইয়ুব, মাহবুব রানা, এম এ সবুর, আবু মুসা, মোহাম্মদ আজম, ইসমাইল বালি, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ সহ নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এ সময় সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, সামরিক কিংবা রাজনৈতিক যুদ্ধে জিয়াউর রহমান কখনও পরাজিত হননি। তেমনি সততা ও দেশপ্রেমের নজিরে তিনি আজ অবধি অপ্রতিদ্বন্দ্বী। দেশ ও জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং মমতার কারণে শহীদ জিয়া এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। তাহার প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদ দেশপ্রেমের অমর দর্শন। তাহার কালজয়ী এ দর্শনের নিকট দেশপ্রেমের বাকি সকল রাজনৈতিক মতবাদই পরাস্ত হয়েছে।

- Advertisement -islamibank

উল্লেখ্য জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে আজ এ কর্মসূচি পালিত হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM