আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ গ্যাবনের সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা দেশটির ক্ষমতা দখল করেছে। প্রেসিডেন্ট আলি বঙ্গোর পরিবার ৫০ বছরেরও বেশি সময় ধরে দেশটি শাসন করছিল।
সোমবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় ৪.৩oটায় সেনারা রাষ্ট্রীয় রেডিও স্টেশন দখল করে এক সংক্ষিপ্ত ঘোষণায় ন্যাশনাল রেস্টোরেশন কাউন্সিল চালু করার কথা জানায়। অভ্যুথানের পরই দেশটির রাজধানী লিবরেভিলে সাঁজোয়া যান ও ট্যাঙ্ক চলাচল করতে দেখা যায়।
গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো তার বাবা ওমর বঙ্গোর কাছ থেকে দেশের শাসনভার পান। ২০১৬ সালে তিনি ব্যাপক কারচুপি ও সহিংসতায় প্রশ্নবিদ্ধ একটি নির্বাচনে জয়লাভ করেন।
গত বছরের অক্টোবরে স্ট্রোকে আক্রান্ত হওয়ার হওয়ার পর তিনি মরক্কোয় চিকিৎসা নেন। গত দুই মাস ধরে তিনি দেশের বাইরে আছেন।
জয়নিউজ/পলাশ/আরসি