মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরামের সৌজন্য স্বাক্ষাৎ

জাতির ক্রান্তিকাল ও বিনির্মাণে সুফি দর্শনের আলোকে সমাজ গঠনের আহ্বান

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স কক্ষে চসিক মেয়র আলহাজ্ব ডা. শাহাদাত হোসেন এর সাথে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।

- Advertisement -

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানা, মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইলিয়াছ সোহেল, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন মিঞাজী, সাংবাদিক জিয়াউল হক ইমন, সাংবাদিক মোরশেদ রনী, নির্বাহী সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন, নাজমুল হুদা সাকিব, মোহাম্মদ আনিসুর রহমান বিবলু প্রমূখ।

- Advertisement -google news follower

নেতৃবৃন্দ মেয়রকে লিখিত বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। মেয়র ডা. শাহাদাত হোসেন লিখিত বিভিন্ন প্রস্তাবনা পড়েন ও শুনেন এবং প্রস্তাবনাগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি অগ্রাধিকার ভিত্তিতে হযরত বদর শাহ (রহ.) এর নামে চট্টগ্রামে গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ এবং পর্যায়ক্রমে অক্সিজেন চত্বরে ঘোষিত হযরত গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভাভান্ডারী (ক.) চত্বরের বাস্তবায়ন, মুরাদপুর চত্বর ও বহদ্দারহাট চত্বরকে আল্লামা সৈয়দ আহামদ শাহ ছিরিকোটি ও আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) চত্বর নাম করণের আশ্বাস প্রদান করেন।

ফোরামের নেতৃবৃন্দ এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন মসজিদ থেকে সূফিবাদী গড়ানোর আলেম খতিবদের জোরপূর্বক বের করে দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং কল্পলোক আবাসিক মডেল মসজিদের খতিবসহ প্রত্যেককে পুণ:বহালের দাবী জানান। পাশাপাশি সিটি কর্পোরেশনের আওতাধীন সকল মাজার, খানকা ও ধর্মীয় উপাসনালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান।

- Advertisement -islamibank

সর্বশেষ চসিক মেয়র জাতির ক্রান্তিকাল ও বিনির্মাণে সুফি দর্শনের আলোকে সমাজ গঠনের আহ্বান জানান। বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরামের সকল কার্যক্রমের ভূয়শী প্রসংশা করেন। আগামীতে সিটি কর্পোরেশনকে ঢেলে সাজানোর কাজে বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং সকল ক্ষেত্রে বৈষম্যরোধ করে সিটি কর্পোরেশনকে গ্রীণ, ক্লিন এবং আদর্শ নগরী হিসেবে গড়তে সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM