চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

অনলাইন ডেস্ক

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, এখন থেকে আমাদেরকে স্বাধীন সাংবাদিকতার সৎ সাহস ধারণ করে মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে হবে। ৫ আগস্ট আমাদেরকে একটি নতুন দিগন্ত এনে দিয়েছে। এটি গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গণমাধ্যম হলো জনমানুষের কন্ঠস্বর।

- Advertisement -

তিনি বলেন, এখন আমাদের মুক্ত ও স্বাধীন গণমাধ্যম গড়ে তোলার সময়। আমরা একটু উদ্যোগ নিলেই কর্পোরেট সাংবাদিকতার জঞ্জাল থেকে বেরিয়ে মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে পারি।

- Advertisement -google news follower

২১ জানুয়ারী (মঙ্গলবার) চট্টগ্রাম প্রেস ক্লাবে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং ও মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) চট্টগ্রাম জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।

- Advertisement -islamibank

উভয় প্রশিক্ষণে জেলার ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ নোমান, ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল হক হায়দারী এবং পিআইবি পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) পারভীন সুলতানা রাব্বী। প্রশিক্ষণে চট্টগ্রাম জেলার ৩৫ জন সিনিয়র সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন জিটিভির নির্বাহী প্রযোজক শাহাব উদ্দিন, পিআইবির পরিচালক পারভীন সুলতানা রাব্বী, চ্যানেল ২৪ এর অপরাধ ও অনুসন্ধান বিভাগের প্রধান ফয়সাল আলম, পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ইউনিভার্সিটি অব লিবারেল আটর্সের অ্যাডজঙ্কট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী। প্রশিক্ষণ আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM