চট্টগ্রামে অর্ধশতাধিক চোরাই মোবাইলসহ ৩ যুবক পুলিশের জালে

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রেয়াজউদ্দিন বাজারের সালেহ মরিয়ম মার্কেটের ৭ম তলার একটি বাসায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল কারবারে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গোপন সোর্সের খবরে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অভিযানটি পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশ। এসময় গ্রেপ্তার তিনজনের হেফাজতে থাকা ৫২টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা এলাকার মো. নাছিরের ছেলে মো. জুবায়ের (২১),নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকার বাসিন্দা শফিকুর রহমানের ছেলে মো. মারুফ (২৫) ও বাইন্না টিলা স্টেশন রোড এলাকার কালু কবিরাজের ছেলে মামুন হোসেন (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। তিনি বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM