লেনদেনের সময় বাড়াল সিএসই,আপত্তি ডিবিএর

পুঁজিবাজার ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগামী ২৬ জানুয়ারি থেকে লেনদেনের সময় ৪৫ মিনিট বাড়ানোর ঘোষণা দিয়েছে।

- Advertisement -

নতুন সময় নির্ধারণ করে ব্রোকারেজ হাউজগুলোকে বুধবার (২২ জানুয়ারি) চিঠি দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। চিঠিতে ট্রেকহোল্ডারদেরকে নতুন সময়সূচি অনুসারে লেনদেন পরিচালনার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

- Advertisement -google news follower

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার (২৬ জানুয়ারি) থেকে সিএসইতে সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হবে, যা বেলা ২টা ৩৫ মিনিট পর্যন্ত চলবে।

বর্তমানে এক্সচেঞ্জটিতে লেনদেন শুরুর সময় সকাল ১০টা। বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত এই লেনদেন চলে।

- Advertisement -islamibank

লেনদেনের সময় বৃদ্ধির কারণে পোস্ট-ক্লোজিং সেশনের সময়সূচি পরিবর্তিত হবে। বর্তমানে বেলা ২টা ২০ মিনিট থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন।

নতুন সময়সূচি অনুসারে পোষ্ট-ক্লোজিং চলবে বেলা বেলা ২ টা ৩৫ মিনিট থেকে ২ টা ৪৫ মিনিট পর্যন্ত।

এদিকে লেনদেনের নতুন সময়সূচি প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন বা ডিবিএ।

বুধবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তাদের ট্রেডিং সময়সূচিতে পরিবর্তন এনে ব্রোকারেজ হাউজে চিঠি পাঠিয়েছে।

একক স্টক এক্সচেঞ্জ হিসেবে লেনদেনের সময়সূচি পরিবর্তনের সিএসইর এই উদ্যোগের বিরোধিতা করে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে ডিবিএ।

সংগঠনটি বলছে, একদেশে একাধিক স্টক এক্সচেঞ্জে ভিন্ন ভিন্ন সময়ে লেনদেন সময়সূচি থাকার বিষয়টি নজিরবিহীন ও চিন্তাবহির্ভূত। তাই সিএসইর এই সিদ্ধান্ত প্রত্যাহার করে বিদ্যমান সময়সূচি অনুযায়ী লেনদেন অব্যাহত রাখতে হবে।

ডিএসই ও সিএসই উভয় এক্সচেঞ্জে একই সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় হয়। প্রতিদিন একই সময়ে একই সঙ্গে ট্রেডিং শুরু হওয়ার ফলে বিনিয়োগকারী উভয় এক্সচেঞ্জ যাচাই বাছাই করে প্রতিযোগিতামূলক উপযুক্ত দরে তাদের চাহিদা মাফিক শেয়ার ক্রয়-বিক্রি করে থাকে।

ডিএসই অপেক্ষা সিএসইর শেয়ার লেনদেন ৫ শতাংশের মত। ট্রেডিং কার্যক্রম ও লেনদেনের দিক থেকে সিএসইর অবস্থান বিবেচনা করলে লেনদেন স্বল্পতা এবং সকল ব্রোকারদের অংশগ্রহণ সীমিত হওয়ার কারণে প্রারম্ভিক ট্রেডিংয়ে শেয়ার প্রাইস ডিসকভারি বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছে ডিবিএ।

ডিবিএ থেকে আরও বলা হয়েছে, উভয় এক্সচেঞ্জে পৃথক ট্রেডিং সময়সূচির ফলে দ্বৈত সদস্য কোম্পানিগুলোতে ট্রেডিং সেবা ও কার্যক্রম ব্যাহত হবে এবং হাউজগুলোতে বিশৃঙ্খলা তৈরি হয়ে বাজার ও বিনিয়োগকারীর আস্থায় এবং সামগ্রিক বাজার ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দীর্ঘসময় ধরে পুঁজিবাজারে বিনিয়োগকারীর আস্থার কারণে মন্দা বিরাজ করছে। দীর্ঘ এ মন্দার ফলে বিনিয়োগকারীসহ বাজার অংশীজন ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়েছে।

তাই বিনিয়োগকারী ও বাজারের স্বার্থে সিএসইর নতুন ট্রেডিং সময়সূচির সিদ্ধান্ত প্রত্যাহার করে বিদ্যমান সময়ে সকাল ১০টায় বহাল রাখার জন্য সিএসই পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দৃষ্টি আকর্ষণ ও সিএসই প্রদত্ত নতুন ট্রেডিং সময়সূচির সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করা হচ্ছে বলেও জানিয়েছে সংগঠনটি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM